ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দিল্লি থেকে বাংলাদেশিদের দ.আফ্রিকার ভিসা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
দিল্লি থেকে বাংলাদেশিদের দ.আফ্রিকার ভিসা

ঢাকা: বাংলাদেশি নাগরিকদের দক্ষিণ আফ্রিকার ভিসা হবে দিল্লি থেকে। আগামী ১ এপ্রিল থেকে এ বন্দোবস্ত চালু হবে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ মিশন এ তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশিদের দক্ষিণ আফ্রিকার ভিসা দিতো কলম্বোয় অবস্থিত দেশটির হাইকমিশন।

তবে আগামী পহেলা এপ্রিল থেকে বাংলাদেশি নাগরিকদের দক্ষিণ আফ্রিকার ভিসা দেবে দেশটির দিল্লি হাইকমিশন। এ কারণে বাংলাদেশিদের জন্য দক্ষিণ আফ্রিকার ভিসা আরো সহজ হলো।  

বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার কোনো মিশন নেই। সে কারণে দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কার কলম্বোয় দেশটির মিশন থেকে বাংলাদেশিদের ভিসা নিতে হতো।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি , ২০১৯
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।