ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সমাজ ও রাষ্ট্রের অসঙ্গতি দূর করতে পারে চলচ্চিত্র

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
সমাজ ও রাষ্ট্রের অসঙ্গতি দূর করতে পারে চলচ্চিত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি দূর করার ক্ষেত্রে চলচ্চিত্র শক্তিশালী ভূমিকা রাখতে পারে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

উৎসবের তৃতীয় দিনে হীরালাল সেন পদক দেওয়া হয়।

ছয়টি প্রাথমিকভাবে নির্বাচিত চলচ্চিত্রের মধ্য থেকে কমলা রকেটকে চূড়ান্তভাবে বাছাই করেন নির্বাচকেরা।  

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
 
তরুণদের উদ্দেশে মন্ত্রী বলেন, শুধু স্বপ্ন দেখলে হবে না। স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে।
 
অধ্যাপক নাসরীন আহমাদ বলেন, আজ প্রত্যেকের মধ্যে ফাগুনের আনন্দ বিরাজ করছে। আজকের দিনটি শুধু আনন্দের। অনুষ্ঠানে এসে আমি সুস্থ চলচ্চিত্র উপহার দেওয়ার উদ্যম ও প্রয়াস লক্ষ্য করছি।
 
অধ্যাপক সৌমিত্র শেখর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক দায়িত্ব রয়েছে। তাদের দায়িত্ব তারা বিনোদনের সঙ্গে, পঠনপাঠনের সঙ্গে সে দায়িত্ব পালন করবে। জাতীয় যে কর্তব্য তা পালনে তারা পিছপা হবে না। জাতিকে পথ দেখাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা মনে করি চেতনার বাতিঘর। বাংলাদেশ যেখানে থমকে দাঁড়ায় সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখায়। আমি মনে করি এই চলচ্চিত্র সংসদ বাংলাদেশে যে চলচ্চিত্র অঙ্গন আছে সেখানেও এক পা এগিয়ে যাবে।
 
পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের কমলা রকেটের পরিচালক নূর ইমরান মিঠু বলেন, এই পুরস্কার প্রাপ্তি আমাকে বিমোহিত করেছে। ফিল্ম ফেস্টিভালে এটি অনেক প্রশংসিত হয়েছে। আগামী মাসে এটি মিশরে একটি ফেস্টিভালে দেখানো হবে। এই পদক পাওয়া আমার জন্য অনেক বড় পাওয়া।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এসকেবি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।