ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কৃষিবিদ দিবসে বরিশালে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
কৃষিবিদ দিবসে বরিশালে আলোচনা সভা কৃষিবিদ দিবসে বরিশালে র‌্যালি, ছবি: বাংলানিউজ

বরিশাল: কৃষিবিদ দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ এ স্লোগানকে সামনে রেখে বুধবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় নগরের বগুড়া রোডের কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ মো. আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (অব.) অধ্যক্ষ কৃষিবিদ এস এম সামসুল আলম।

বক্তারা বলেন, ১৯৭৩ সালের এ দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমবর্তন অনুষ্ঠানে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদার ঘোষণা দেন। তাই, প্রতি বছরের ১৩ ফেব্রয়ারি দেশের সব জেলা ও উপজেলায় দিনটি কৃষিবিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

কৃষি ইনস্টিটিউট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নূরুল আলমের সঞ্চলনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- মহানগর কৃষি কর্মকর্তা ফাহিমা হকসহ বিভিন্ন জেলা ও উপজেলার কৃষি কর্মকর্তারা।

এরআগে কৃষি সম্প্রসারণ অধিদফতর বরিশাল খামার বাড়ি থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খামার বাড়ি এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।