ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ৩০০ পিস ইয়াবাসহ আটক তিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
বরগুনায় ৩০০ পিস ইয়াবাসহ আটক তিন ইয়াবাসহ তাদের আটক করা হয়

বরগুনা: বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যদের পৃথক অভিযানে সজীব, জুয়েল এবং সুজন ওরফে সুমন নামের তিন মাদক ব্যবসায়ীকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা ও বিকেল সাড়ে তিনটার দিকে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।  

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের মোশারফ ফকিরের বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে সজীব ও জুয়েলকে ২০০ পিস এবং বরগুনা পৌরশহরের মুক্তিযোদ্ধা বেলায়েত আলী সড়ক থেকে সুজন ওরফে সুমনকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

 

তিনি আরো বলেন, আটকদের ঠিকানা পরে দেওয়া হবে। কারণ তাদের কাছ থেকে তথ্য নিয়ে রাতে অভিযান পরিচালনা করা হবে।  

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।