ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে নববধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
নালিতাবাড়ীতে নববধূর মরদেহ উদ্ধার

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীর চরপাড়া এলাকা থেকে তাসলিমা বেগম (২০) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আনিসুর রহমান পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চরপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাসলিমা উপজেলার গোবিন্দনগর নামাছিটপাড়া গ্রামের ছফর উদ্দিনের ছেলে আনিসুর রহমানের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের আনিসুরের সঙ্গে খালভাঙা গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে তাসলিমার বিয়ে হয় গত তিন মাস আগে। আনিসুর তার নববধূকে নিয়ে চরপাড়া নানা হাবিল উদ্দিনের বাড়িতেই সববাস করতেন। তিন মাসের দাম্পত্য জীবনে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো।

নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে স্ত্রী তাসলিমাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যায় স্বামী আনিসুর। পুলিশ ঘটনাস্থল থেকে ওই নববধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সারোয়ার হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।