ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গারো কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
গারো কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর গুলশানের কালাচাঁদপুরের বৌবাজার এলাকায় গারো কিশোরী (১৬) ধর্ষণ মামলার আসামি ইউসুফকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাপ্তান বাজার এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান বাংলানিউজকে বলেন, বুধবার (১৩ ফেব্রুয়ারি) বৌবাজার এলাকায় গৃহকর্তা ইউসুফ তার বাসার গারো গৃহকর্মী কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে।

এ পরিপ্রেক্ষিতে ইউসুফকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টাকায় টিকাটুলিতে র‍্যাব-৩ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

ইউসুফ রাজধানীতে একটি মোবাইল ফোন কোম্পানিতে চাকরি করেন।

গত ২৬ জানুয়ারি গৃহকর্মী হিসেবে ওই কিশোরী ইউসুফের বাসায় কাজ শুরু করে। ১৩ ফেব্রুয়ারি স্ত্রী কাজে বেরিয়ে গেলে ইউসুফ এ কিশোরীকে দুই দফায় ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে। পরে এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়ের করে কিশোরীর পরিবার।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
পিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।