ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মমতার ফেরিওয়ালা...

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
মমতার ফেরিওয়ালা...

নীলফামারী: একজন ভ্যান টানছে আর কয়েকজন সদস্য রাস্তায় অসহায় দুস্থ মানুষদের দেখামাত্র বাড়িয়ে দিচ্ছেন বিরিয়ানির প্যাকেট ও নতুন জামা-কাপড়। 

এভাবেই বিশ্ব ভালোবাসা দিবসে ফুল, গিফট দেওয়া-নেওয়ার চিরাচরিত ধারণাকে পাল্টে দিয়ে গরীব দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের খাবার আর কাপড় দিয়ে নীলফামারীর সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ উদযাপন করেছে এক ব্যতিক্রমধর্মী ভালবাসা দিবস।

ভালবাসা দিবস উপলক্ষে সংগঠনের সদস্যরা দুটি গোলাপের দাম সর্বনিম্ন ১০০ টাকা করে যোগান দিয়ে সেই টাকায় অসহায়দের মুখে খাবার তুলে দিয়ে ব্যতিক্রম এই আয়োজন করে।

মমতার ফেরিওয়ালা নিয়ে এদিন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’র এসরার আহমেদ, খালিদ আজম, নওশাদ আনসারী, সাজিদ সাজু, জীবন, আলমগীর, সৈয়্যদ মোস্তাকিম, সোহেল, রকি, রাজা, সোহাগ, ইব্রাহিম, আমিরসহ অন্যান্য সদস্যরা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সৈয়দপুরের কয়াগোলাহাট, ধলাগাছ, জসিম বাজার ও ধলাগাছ মাদ্রাসায় শতাধিক অসহায় শিশুদের মধ্যে বিরিয়ানির প্যাকেট বিতরণ করে, সঙ্গে শিশুদের দিয়েছে দেশপ্রেমের দীক্ষা। ধলাগাছ এলাকায় শিশুদের নিয়ে করেছে দেশকে জানো কুইজ প্রতিযোগিতা। পরে বিজয়ীদের মধ্যে কাপড় আর পুরস্কারও বিতরণ করে সংগঠনটি।

সংগঠনের সদস্যরা জানায়, আমরা ৫০ টাকার গোলাপ না কিনে পকেট খরচের সেই টাকায় প্রতিবছর অসহায়দের খাবারের ব্যবস্থা করে থাকি। মূলত ভালোবাসার আসল মর্মটা সবার কাছে তুলে ধরতেই প্রতিবছর ভালোবাসা দিবসটি আমরা এভাবেই পালন করে আসছি। সংগঠনের স্বপ্ন ছিল অসহায়দের পাশে দাঁড়িয়ে প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ সবার মধ্যে তুলে ধরার। কিছুটা হলেও সমাজকে আমরা এ বার্তা দিতে পেরেছি। এভাবে প্রতিবছর তারা ভালোবাসা দিবসটি অসহায়দের জন্য উৎসর্গ করে আসছে মমতার ফেরিওয়ালা।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।