ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জীবননগরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
জীবননগরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ছয় বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে শাহ আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ জেলার মহেশপুর তাকে গ্রেফতার করা হয়।  

শাহ আলম জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত খালেক মণ্ডলের ছেলে।

 

শিশুটির পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার বিকেলে মাদ্রাসার প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন শাহ আলম। এসময় শিশুটি চিৎকার করলে তিনি পালিয়ে যান। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোকনুজ্জামান রুবেল জানান, ধর্ষণের কারণে রক্তক্ষরণ হওয়ায় শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। এজন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে জীবননগর থানায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে শাহ আলমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।