ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় মাদরাসার অধ্যক্ষ নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় মাদরাসার অধ্যক্ষ নিহত

সিলেট: সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মাওলানা শায়খুল ইসলাম (৫০) নামে মাদরাসার এক অধ্যক্ষ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
শায়খুল উপজেলার বুরুঙ্গা শেখ ফজিলাতুননেছা ফাজিল মাদরাসার অধ্যক্ষ।

তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর থানার ফতেপুর ইউপির অনন্তপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে মোটরসাইকেলে করে মাদরাসায় যাচ্ছিলেন শায়খুল। পথে বুরুঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর তাজপুর দমকল বাহিনীর একটি ইউনিট মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
 
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও প্রাইভেটকার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।