ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাউফলে অবৈধ ২ ইটভাটা বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
বাউফলে অবৈধ ২ ইটভাটা বন্ধ অবৈধ ইটভাটার সরঞ্জাম নষ্ট করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে অবৈধ দু’টি ইটভাটায় অভিযান চালিয়ে ইট তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। এসময় বন্ধ করে দেওয়া হয়েছে ভাটা দু’টি।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মহেসউদ্দিনে মেসার্স এস এম ব্রিকস ও আদাবাড়িয়ায় মেসার্স বন্ধু ব্রিকস নামের অবৈধ দুইটি ইটভাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে অংশ নিয়েছে বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তর, জেলা স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও বাউফল থানা পুলিশের একটি দল।

অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীর ইটভাটার চিমনিগুলো গুড়িয়ে দেয়। পরে ভাটা দু’টি বন্ধ করে দেয়া হয়। এসময় এক ইটভাটা শ্রমিককে আটক করা হয়।

এ ব্যাপারে বাউফল ইউএনও পিজুস চন্দ্র দে বাংলানিউজকে বলেন,  ভাটা দু’টি অবৈধভাবে ইট তৈরি করে আসছিলো। গত কয়েকদিন আগে ভাটা দু’টির মালিককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছিল এবং একইসঙ্গে তিনটি চিমনি ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু ভাটা মালিক পরের দিনই চিমনিগুলো পুনঃস্থাপন করে ইট পোড়ানো শুরু করে এমন অভিযোগ পাওয়ায় ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটা ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তর চেয়ারম্যান আবদুল হালিম, বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, বাউফল ফায়ার সার্ভিস অফিসার জিয়াউল হকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।