ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টাকা দিলেই মেলে সনদ!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
টাকা দিলেই মেলে সনদ! আটক ভুয়া সনদপত্র তৈরি চক্রের দুই সদস্য

ঢাকা: এসএসসি-এইচএসসি কিংবা বিবিএ পাসের সনদের জন্য দীর্ঘমেয়াদী পড়াশোনা নয়। বরং নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে চাইলেই মিলছে এসব সনদপত্র। ভুয়া সনদপত্র তৈরি চক্রের দুই সদস্যকে আটকের পর বেরিয়ে এসেছে এমন তথ্য।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নীলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ভুয়া সনদ তৈরির দুই সদস্যকে আটক করা হয়।

আটকেরা হলেন-সাইফুল আলম সাদিক (২৮) ও বাবুল ছৈয়াল (২১)।

এসময় তাদের কাছ থেকে এসএসসি-এইচএসসি ও ব্যবসা প্রশাসনের (বিবিএ) জাল সনদ ও জাল সনদ তৈরিতে ব্যবহৃত দুইটি কম্পিউটার, একটি প্রিন্টারসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক জানান, আটকরা দীর্ঘদিন ধরে এসএসসি-এইচএসসি ও বিভিন্ন  সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করে আসছিল। তারা টাকার বিনিময়ে চাহিদা অনুযায়ী বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্র সরবরাহ করে জালিয়াতি করছিল।
আটকদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।