ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে সাংস্কৃতিক উৎসব মার্চে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
রাজশাহীতে সাংস্কৃতিক উৎসব মার্চে সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ অন্যরা, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সার্বিক পৃষ্ঠপোষকতায় আগামী মার্চে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।

এ উৎসব আয়োজন উপলক্ষে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শাহ মখদুম কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র।

আলোচনা সভায় জানানো হয়, উৎসবে ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকার প্রতিনিধিসহ দেশের গুণী শিল্পী, বুদ্ধিজীবী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুনীজনেরা অংশ নেবেন। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক মেয়র খায়রুজ্জামান লিটন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভাষা সৈনিক আবুল হোসেন, কবিকুঞ্জের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, কবিকুঞ্জের সাধার সম্পাদক কবি আরিফুল হক কুমার, শিক্ষাবিদ দ্বীজেন্দ্রনাথ ব্যানার্জী, রাবির সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তপু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলিপ কুমার ঘোষ, রাজশাহী ফ্লিম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন, অধ্যক্ষ আমিনুর রহমান, অধ্যক্ষ রেজাউল ইসলাম প্রমুখ।    

এদিকে এই উৎসব উপলক্ষ্যে উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হয়েছেন ভাষা সৈনিক আবুল হোসেন এবং সদস্য সচিব কবিকুঞ্জের সাধার সম্পাদক কবি আরিফুল হক কুমার।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।