ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ মিনার সুরক্ষার দাবিতে প্রতিবাদ মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
শহীদ মিনার সুরক্ষার দাবিতে প্রতিবাদ মিছিল শহীদ মিনার সুরক্ষার দাবিতে মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়: সারা বছর কেন্দ্রীয় শহীদ মিনার সুরক্ষার দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে 'স্লোগান' নামে একটি সাংস্কৃতিক সংগঠন।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

কর্মসূচির আয়োজক শিল্পী আসাদুজ্জামান রনি বাংলানিউজকে বলেন, আমরা শুধু একদিন শহীদ মিনারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি।

কিন্তু ৩৬৪ দিন এটি অরক্ষিত থাকে। এটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সম্পূর্ণ রাষ্ট্রের। এ সম্পর্কিত বিধানও রয়েছে। এটির বাস্তবায়ন চাই অতিদ্রুত।

এসময় তারা ‘মাতৃভাষায় নাই প্রীতি যার, নাই যার পিছুটান। অধিকার নেই কণ্ঠে ধরার, প্রভাত ফেরির গান’, ‘পূত-পবিত্র শহীদ বেদিতে, জুতা পরে কার পা। চেনা চেনা লাগে আজ সভ্য মুখোশে, তুই শুয়োরের ছা’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।