ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রবীণ ফটোসাংবাদিক ফরহাদ হোসেন আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
প্রবীণ ফটোসাংবাদিক ফরহাদ হোসেন আর নেই ফটোসাংবাদিক ফরহাদ হোসেন/ফাইল ছবি

ঢাকা: প্রবীণ ফটোসাংবাদিক মো. ফরহাদ হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর।

দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে এ ফটোসাংবাদিক শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার রামপুরা দক্ষিণ বনশ্রীর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতে দক্ষিণ বনশ্রী জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে স্ত্রী, ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার একমাত্র ছেলে আশিক মোহাম্মদও ইংরেজি দৈনিক ডেইলি অবজারভারে ফটোসাংবাদিক হিসেবে কর্মরত।

মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে দৈনিক সংবাদে তরুণ ফটোসাংবাদিক হিসেবে চাকরিজীবন শুরু করেছিলেন ফরহাদ হোসেন। এরপর একে একে দৈনিক বার্তা (১৯৭৬), দৈনিক জনতা (১৯৮৪), দৈনিক দেশ (১৯৮৬), দৈনিক নিউজ ডে (১৯৯১), দৈনিক রূপালি (১৯৯৩), ডেইলি টাইমস (১৯৯৭) এবং সবশেষ নিউ নেশনে (১৯৯৮) কাজ করেন তিনি।

২০১১ সালের ২৬ জুন সবশেষ কর্মস্থল নিউ নেশনে কাজ করার সময় ব্রেইন স্টোকে আক্রান্ত হন ফরহাদ হোসেন। এরপর থেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় সাড়ে আট বছর কেটেছে প্রবীণ এ ফটো সাংবাদিকের।  

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী এ প্রবীণ ফটো সাংবাদিকের মৃত্যুতে প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে ফরহাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।