ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ইমক্যাবের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক সবুজ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ইমক্যাবের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক সবুজ

ঢাকা: বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব) এর নির্বাচনে বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান) সভাপতি ও কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার পত্রিকা) সহ-সভাপতি  নির্বাচিত হয়েছেন।

এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা) ও যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহিদুল হাসান খোকন (ইন্ডিয়া টু ডে)।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাহী কমিটির ১১টি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক হারুন হাবীব ও সদস্য খায়রুজ্জামান কামাল সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন-কোষাধ্যক্ষ মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ), সাংগঠনিক সম্পাদক মীর আফরোজ জামান (ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া-ইউএনআই) এবং নির্বাহী সদস্য আনিসুর রহমান (পিটিআই), আমিনুল হক ভুইয়া (এই সময়), লায়েকুজ্জামান (দৈনিক দিন দর্পণ), রাজিব খান (জি আকাশ মিডিয়া) ও আবু আলী (দৈনিক জাগরণ)।  

এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক দীপ আজাদ (টাইমস নাউ টিভি) পদাধিকার বলে নির্বাহী কমিটির সদস্য থাকবেন।  

প্রসঙ্গত, ইমক্যাব নির্বাচনের (২০১৯-২০২০) ভোটগ্রহণের নির্ধারিত তারিখ ছিল ১৭ ফেব্রুয়ারি। গত ১২ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার সময়। ১৪ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। তবে সব পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ইমক্যাব এর দ্বি-বার্ষিক সাধারণ সভা আগামী ১৭ ফেব্রুয়ারি ২০১৯ সকাল সাড়ে ১১টায় ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হবে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সব সদস্যকে নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
টিআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।