ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট সীমান্তে চোরাই গরু উদ্ধার, পালালো চোরাচালানীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
সিলেট সীমান্তে চোরাই গরু উদ্ধার, পালালো চোরাচালানীরা উদ্ধার করা চোরাই গরু

সিলেট: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৩০টি গরু উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বিছনাকান্দি সীমান্তের ইসলামাবাদ এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ-৪৮ (বিজিবি) ব্যাটালিয়ন বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির জওয়ানরা।
 
টহল কমাণ্ডার নায়েব সুবেদার জাঙ্গীর আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামাবাদ এলাকায় অভিযান চালানো হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে গেলে ৩০টি গরু উদ্ধার করতে সক্ষম হই। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।