ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
তেঁতুলিয়ায় দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন শিশুমেলার র‌্যালি। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জেলা তথ্য অফিসের আয়োজনে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জাকির হোসেন।  

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে শিশুদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানিউল ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, ৩ নম্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আনিছসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় বক্তারা শিশুদের বিভিন্ন শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করেন। মেলায় ৯টি স্টলে শিক্ষা প্রতিষ্ঠান এবং ২টি তথ্য অফিস অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।