ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কাঁচপুর সেতুর উপর পিকআপভ্যানে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
কাঁচপুর সেতুর উপর পিকআপভ্যানে আগুন কাঁচপুর সেতুর উপর কাগজবোঝাই একটি পিকআপভ্যানে আগুন, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের অংশে কাঁচপুর সেতুর উপর কাগজবোঝাই একটি পিকআপভ্যানের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্ব এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পিকআপভ্যানচালক মিলন মিয়া বাংলানিউজকে জানান, ঢাকার মাতুয়াইল থেকে কাগজবোঝাই করে গাড়িটি সোনারগাঁওয়ের কাঁচপুরস্থ ঢাকা পেপার মিলে নিয়ে যাচ্ছিলেন।

পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্ব এলাকায় এলে হঠাৎ তার গাড়িতে আগুন ধরে যায়। এ সময় সময় ট্রাফিক পুলিশের সদস্যরা ও স্থানীয় কাঁচপুর নতুন দ্বিতীয় সেতুর কাজে নিয়োজিত শ্রমিকদের নিয়ে আগুন নেভায়।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন বাংলানিউজকে জানান,  তাৎক্ষণিক ট্রাফিক পুলিশের সদস্যরা ও কাঁচপুর দ্বিতীয় সেতু প্রকল্পের নিয়োজিত শ্রমিকদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। পিকআপভ্যানের মধ্যে কাগজ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময়ে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকায়। মহাসড়কের উভয় দিকে যানজট সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।