ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ  মা সমাবেশ। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, যৌন হয়রানি, ধর্ষণ ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এ সমাবেশের আয়োজন করে।  

সমাবেশে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার ইলতুৎমিশ, জেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল-মামুন।  

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জি এম জুলফিকার আব্দুল্লাহ, শামীমা ইসমত আরা, সহকারী শিক্ষক আনিছুর রহমান, উম্মে হাবিবা, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াহিয়া ইকবাল, সিরাজুল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়ের, মমতাজ হোসেন, বেসরকারি সংস্থা সুশীলন (এনজিও) এর জি এম মনিরুজ্জামান প্রমুখ।  

সমাবেশে প্রধান অতিথি বলেন, ইসলাম মায়েদের অধিক সম্মান দিয়েছে। সংসার সুখের হয় রমনীর গুণে, সব মায়েরা চায় তার সন্তান ভাল থাকুক। মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, যৌন হয়রানি, ধর্ষণ ও আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। এগুলো সমাজকে কুরে কুরে খাচ্ছে। ধ্বংস হচ্ছে পরিবার, ধ্বংস হচ্ছে ভবিষ্যত।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।