ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় মেঘনার তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
হাতিয়ায় মেঘনার তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নদী ভাঙনের কবল থেকে মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নলচিরা নৌঘাট এলাকায় নদীতে জিও ব্যাগ ফেলে তীর সংরক্ষণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস।

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ওয়ালি উল্লাহ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোরশেদ, পৌর মেয়র একেএম ইউছুফ আলী।


 
সংশ্লিষ্টরা জানায়, বর্ষার আগে মেঘনা নদীর অব্যাহত ভাঙনের কবল থেকে নদীর তীর সংরক্ষণের লক্ষ্যে ৫০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় মেঘনা নদীর তীরে ২৫০ কেজি ওজনের ৮ হাজার ২৮৮টি জিও ব্যাগ ফেলা হবে। পরবর্তীতে নদীতে ব্লক ফেলে স্থায়ীভাবে ভাঙনের কবল থেকে হাতিয়াকে রক্ষার উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।