ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাথরবোঝাই ট্রাকে ফেনসিডিল, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
পাথরবোঝাই ট্রাকে ফেনসিডিল, আটক ৩

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা এলাকায় অভিযান চালিয়ে পাথরবোঝাই একটি ট্রাক থেকে ৮৯৬ বোতল ফেনসিডিলসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাব-২।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে বসিলা মোড় থেকে ট্রাকটি জব্দসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ট্রাকের চালক কামাল হোসেন (৪৫), হেলপার খাইরুল ইসলাম (২৮) ও রাখেজ মোল্লা (২০)।


 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, মাদকের একটি বড় চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে বসিলা বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে অবস্থান নেয় র‌্যাব। রাত দেড়টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক এলে থামার সংকেত দেয় র‌্যাব সদস্যরা। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাক থামিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই তিনজনকে আটক করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাকের কেবিনের ভেতর থেকে ৮৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
 
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, তারা গাইবান্ধা থেকে ফেনসিডিল নিয়ে ঢাকায় আসছিলেন। দীর্ঘদিন ধরে ট্রাকে মালামাল পরিবহনের আড়ালে রাজধানীর বিভিন্ন এলাকায় ফেনসিডিল সরবরাহ করে আসছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।