ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘আইমারেস্ট’ পুরস্কার পাচ্ছেন নৌ প্রকৌশলী সাজিদ হোসেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
‘আইমারেস্ট’ পুরস্কার পাচ্ছেন নৌ প্রকৌশলী সাজিদ হোসেন

চট্টগ্রাম: লন্ডনের ‘ইনস্টিটিউট অব মেরিন ইঞ্জিনিয়ারিং সাইন্স অ্যান্ড টেকনোলজির (আইমারেস্ট) ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন মেরিন এডুকেশন ২০১৯’ এর জন্য নির্বাচিত হয়েছেন নৌ প্রকৌশলী সাজিদ হোসেন।

মেরিন শিক্ষার উন্নয়নে অবদান রাখার জন্য তাকে এ সম্মানজনক পুরস্কার প্রদান করা হচ্ছে। আইমারেস্ট ১২০টি দেশের প্রায় ২২ হাজার মেরিন প্রফেশনালদের পেশাদার সংস্থা।

সম্প্রতি একটি দাপ্তরিক পত্রে সাজিদ হোসেনের এ পুরষ্কার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে আইমারেস্ট। ১৫ মার্চ লন্ডনের গিল্ডহলে আইমারেস্ট কাউন্সিল সেশনে সাজিদ হোসেন এ পুরস্কার গ্রহণ করবেন তিনি।

নৌ প্রকৌশলী সাজিদ হোসেন ২০০৯ সন থেকে বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য, চার্টার্ড ইঞ্জিনিয়ার সাজিদ হোসেনের ২১টি গ্রন্থ ২০টি গবেষণাপত্র এবং ২৫০টি নিবন্ধ প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯

এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।