ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘দুর্নীতিবাজদের লোভের জিহ্বা কাটা শুরু করেছি’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
‘দুর্নীতিবাজদের লোভের জিহ্বা কাটা শুরু করেছি’ দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন

ঢাকা: লোভের কারণেই মানুষ দুর্নীতি করছে, সে জিহ্বা কেটে দিতে চাই। আমরা কাজ শুরু করেছি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দুদক কৌশলপত্র ২০১৯ এর উপর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এ কথা বলেন।

তিনি বলেন, মানুষ দুই কারণে দুর্নীতি করে।

অভাবে পড়ে, আর লোভে। মানুষের এখন অভাবের প্রয়োজন মিটে গেছে।

শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করছি যারা পরিচিত দুর্নীতিবাজ, তাদের তালিকা করছি। তাদের বিরুদ্ধে তথ্য উপাত্ত ও সম্পদের বিবরণ সংগ্রহ করছি। তাদেরকে ছাড় দেওয়া হবে না।

বেসিক ব্যাংক প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, বেসিক ব্যাংকের কি হলো? আমরা সেখান থেকে ১৫শ’ কোটি টাকা আদায় করেছি। এটাই তো একটা কাজ। আপনারা বলেন, বেসিক ব্যাংকের চার্জশিট দেন না কেন? এগুলোও আমাদের স্ট্রাটেজিতে আছে। সময়মতো দেওয়া হবে। এটা এমন না যে সময় শেষ হয়ে যাচ্ছে।  
তিনি বলেন, ব্যাংকাররা যদি সঠিকভাবে কাজ করেন, তাহলে দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে। ব্যাংক ঋণ দেবে সেটা স্বাভাবিক, কিন্তু ঋণ যেন ব্যাংকিং নিয়ম মেনে দেওয়া হয়। যদি তা মানা না হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।