ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ১ মণ গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
ভৈরবে ১ মণ গাঁজাসহ আটক ২ গাঁজাসহ আটক দুই মাদকবিক্রেতা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সাড়ে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- নওগাঁর বদলগাছী উপজেলার বারাতৈল (লেভার) এলাকার মৃত আমির হোসেনের ছেলে চাঁন মিয়া (৪০) ও নওগাঁ সদর উপজেলার মুকরামপুর (চপচপাই পূর্বপাড়া) এলাকার রকিব তালুকদারের ছেলে আসাদুল ইসলাম (২৪)।

 

বাংলানিউজকে রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের ভৈরব পৌর স্টেডিয়ামের সামনে একটি ট্রাকে তল্লাশি করে সাড়ে ৩৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক বিক্রির ২৩ হাজার ৬৫০ টাকাসহ মাদকবহনকারী ট্রাকটিও।  

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।