ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় চিংড়িতে জেলি পুশ করায় ৫০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
খুলনায় চিংড়িতে জেলি পুশ করায় ৫০ হাজার টাকা জরিমানা অভিযানে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন। ছবি: বাংলানিউজ

খুলনা: চিংড়িতে জেলি পুশ করায় খুলনার রূপসায় ন্যাশনাল সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

তিনি বাংলানিউজকে জানান, গোপন খবরের ভিত্তিতে রূপসায় ন্যাশনাল সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অভিযান চালানো হয়। এ সময় জেলি পুশ চিংড়ি ও অপদ্রব্য মিশ্রিত আনুমানিক ১ হাজার ৮০ কেজি চিংড়ি পাওয়া যায়। ন্যাশনাল সি ফুডের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা এবং পুলিশ বিভাগের সদস্যরা সহযোগিতা করেছেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।