ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় পিকনিকের বাস উল্টে শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
তেঁতুলিয়ায় পিকনিকের বাস উল্টে শিক্ষার্থী নিহত দুর্ঘটনাকবলিত বাসটি উল্টে আছে, ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পিকনিকের একটি বাস উল্টে সজিব কুমার সিং (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে শিক্ষক ও শিক্ষার্থীসহ ২২ জন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার শালবাহান বাজারের রওশনপুর এলাকায় পিকনিক স্পটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার রসেয়া গ্রামের দিলীপ কুমার সিংয়ের ছেলে এবং ওই গ্রামের রসেয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, আটোয়ারি থেকে সকালে পিকনিকের জন্য বাসটি ছেড়ে আসে শালবাহান বাজারের রওশনপুর এলাকায় পিকনিক স্পটে। বাসটি রওশনপুর এলাকায় কাঁচা রাস্তায় মোড় নিতে গেলে হঠাৎ উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সজিব নিহত ও বাসে থাকা শিক্ষার্থী-শিক্ষকসহ ২২জন আহত হয়।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চাত করে বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯/ আপডেট: ১৩৪০ ঘণ্টা
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।