ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

১৫ হাজার পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
১৫ হাজার পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় পানবাজার ও শীলেরছড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ১নং ব্লকের মো. আলী হোসেনের ছেলে হামিদ হোসেন (৪০), এফ ব্লকের মৃত আব্দুল হকের ছেলে নূর আলম (৪০) ও মৃত মো. নবীর ছেলে জিয়াবুল রহমান।

 
  
র‌্যাব-১৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার থাইনখালীর পান বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ১০ হাজার ৬০০ পিস ইয়াবাসহ হামিদ হোসেনকে হাতেনাতে আটক করা হয়।  

অপরদিকে, একই সময় র‌্যাব সদস্যরা উখিয়ার শীলের ছড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নূর আলম ও জিয়াবুলকে আটক করে।

উদ্ধার হওয়া এসব ইয়াবার মূল্য ৭৮ লাখ টাকা বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।