ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি সংবিধান লংঘন কিনা?

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি সংবিধান লংঘন কিনা? জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ও মঈনুদ্দিন খান বাদল

জাতীয় সংসদ ভবন থেকে: সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি সংবিধান লংঘন হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন ১৪ দলের শরিক জাসদের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল। 

সোমবার (১৮ ফেব্রুয়ারি) স্পিকার শিরীন শরমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ প্রশ্ন তোলেন।  

বিষয়গুলো নিয়ে তিনি সংসদে আলোচনার দাবি এবং নিজে এর জন্য সংসদে একটি নোটিশ দেবেন বলে জানান।

 

মঈনুদ্দিন খান বাদল বলেন, আমরা সংবিধান ভঙ্গ করছি কিনা। সেটা যদি হয় তবে ভবিষ্যতে কেউ না কেউ এটা নিয়ে প্রশ্ন করবে। আমি জেনেছি রাশেদ খান মেনন সৌদির সঙ্গে সামরিক চুক্তি নিয়ে কিছু কথা বলতে চেয়েছিলেন। আমরা ইতোমধ্যেই রোহিঙ্গাদের নিয়ে একটা সমস্যার মধ্যে পড়েছি। আবার এটার মধ্যে যাওয়া কি ঠিক হচ্ছে। এটা তো হুতি ও সৌদি আরবের সদস্য, ইরান ও সৌদি আরবের সমস্যা।  

‘সেখানে আমরা কেন যাবো। আমাদের সেনা সদস্যরা কেন মাইন অপসারণ করতে গিয়ে জীবন দেবে। এ ধরনের সংঘর্ষে যুক্ত হওয়া মহাবিপদ। ’ 

স্পিকারকে উদ্দেশ্য করে বাদল বলেন, বিষয়টি নিয়ে আলোচনার জন্য আপনি ৬৮ ধারায় একটা সময় দিন। এসব বিষয় নিয়ে সংসদে কথা বলা উচিত। আমরা সংবিধান লংঘন করছি কিনা সেটা আপনিও ভাববেন। এর জন্য আমি একটি নোটিশ দেবো।  

মঈনুদ্দিন খান বাদলের বক্তব্যের পর স্পিকার তাকে উদ্দেশ্য করে বলেন, নোটিশ দিতে চাচ্ছেন, আপনি নোটিশ দেন।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯ 
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।