ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুয়েতে সড়ক দুর্ঘটনায় নড়াইলের যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
কুয়েতে সড়ক দুর্ঘটনায় নড়াইলের যুবক নিহত কুয়েতে দুর্ঘটনায় নিহত নড়াইলের যুবক

নড়াইল: কুয়েতে সড়ক দুর্ঘটনায় নড়াইল সদরের চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধবখালী গ্রামের ইকরাম খান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। ইকরাম নড়াইল সদরের চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধবখালী গ্রামের রহমত খানের ছেলে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েতের স্থানীয় সময় দুপুরে ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের ভাতিজা রিফাত হোসেন নয়ন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সোমবার দুপুরে কাজের ফাঁকে কুয়েতের একটি সড়কের পাশে বসে খাবার খাচ্ছিলেন ইকরাম।

ওই সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনা ঘটার পর কুয়েত থেকে মোবাইল ফোনে তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

রিফাত আরও জানান, জীবিকার তাগিদে তিন বছর আগে তিনি বিদেশ (কুয়েতে) যান। তিন বছরের মধ্যে তিনি দেশে আসেননি। অল্পদিনের মধ্যে তার দেশে আসার কথা ছিল। সংসার জীবনে তার স্ত্রীসহ ২টি সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।