ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মাদকবিরোধী অভিযানে ঝিনাইদহে আটক ৬৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
মাদকবিরোধী অভিযানে ঝিনাইদহে আটক ৬৬ প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহে মাদকবিরোধী অভিযানে নয় মাদকবিক্রেতাসহ ৬৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলা থেকে তাদের আটক করা হয়।  

আটকদের মধ্যে রয়েছেন- ঝিনাইদহ সদর থেকে ২৮, শৈলকুপা থেকে ১৩, হরিণাকুণ্ডু থেকে দুই, কালীগঞ্জ থেকে পাঁচ, কোটচাঁদপুর থেকে পাঁচ ও মহেশপুর থেকে ১৩ জন।

এদের মধ্যে মাদকবিক্রেতা রয়েছেন নয়জন। তাদের কাছ থেকে ৪৯৭ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।  

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) হাসানুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশম সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।