ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বীরগঞ্জে ২০ যুগলের যৌতুকবিহীন বিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
বীরগঞ্জে ২০ যুগলের যৌতুকবিহীন বিয়ে বিয়ে দেয়ার পর ২০ যুগল। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে অসহায় ২০ যুগলের যৌতুকবিহীন বিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বীরগঞ্জের বটতলী ফয়জিয়া মদিনাতুল উলম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়।

‘বাংলাদেশ জমিয়তুল উলামা ও ইসলাহুল মুসলিমীন পরিষদ’ বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আয়োজনে বিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মনোরঞ্জনশীল গোপাল।  

আয়োজকরা জানান, এ দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় তরুণ-তরুণীদের মধ্যে যারা খরচের ভয়ে বৈবাহিক জীবন গঠন করতে পারেন না তাদের জন্যই যৌতুকবিহীন বিয়ের এ উদ্যোগ গ্রহণ করা হয়।

কেবল বিয়ের আয়োজন নয়, বর কনের হাতে সেলাই মেশিন, ছাগল, লেপ-তোষক, হাড়ি-পাতিলসহ আরও প্রয়োজনীয় আসবাবপত্র তুলে দেন এমপি গোপাল।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আলম ফিরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।