ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
বরিশালে রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল কলেজছাত্র রুবেল মিয়া হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠী ও এলাকাবাসী।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র আফসান আহম্মেদ, ফাহিম খান, মো. মুন্না, নাইমুর রহমান ও রাইয়ান আহম্মেদ প্রমুখ।

এ ঘটনার সঙ্গে জড়িত মেহেদী হাসান রনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।

গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরের বঙ্গবন্ধু উদ্যানে মেহেদী হাসান রনি প্রকাশ্যে ছুড়িকাঘাত করে হত্যা করা হয় রুবেল মিয়াকে। এ ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় রনি আটক করেছে পুলিশ। রনি ঝালকাঠি পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার বাসিন্দা শওকত আলীর ছেলে।

নিহত রুবেল উজিরপুর উপজেলার সাতলা এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন মিয়ার ছেলে ও বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অনার্স প্রথম বর্ষের ইংরেজি বিভাগের ছাত্র।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।