ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল শিক্ষক-কর্মচারী ফেডারেশনের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
বরিশাল শিক্ষক-কর্মচারী ফেডারেশনের মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারী ফেডারেশন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়া‌রি) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বরিশাল জেলা শাখার সভাপতি গোপাল কৃষ্ণ বনিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় কৃষ্ণ রায়, জেলা শাখার সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করার জোড় দাবি জানান। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বাংলা‌দেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ১৯, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।