ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

৪ পানি প্রক্রিয়াজাত কোম্পানি বন্ধ করলো বিএসটিআই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
৪ পানি প্রক্রিয়াজাত কোম্পানি বন্ধ করলো বিএসটিআই

ঢাকা: অনুমোদন না নিয়েই ড্রিংকিং ওয়াটার প্রক্রিয়াজাত ও বিক্রি করায় চারটি কোম্পানি বন্ধ করে দিয়েছে বিএসটিআই।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো বন্ধ করা হয়।
 
এগুলো হলো- পান্থপথের আজাদ পানি ফ্যাক্টরি, রায়েরবাগের ড্রপ ড্রিংকিং ওয়াটার, বেড়িবাঁধ লালটেকের মনির পানি ফ্যাক্টরি ও গেচারটেক এলাকার একটি নাম বিহীন কোম্পানি।


 
বিএসটিআইর উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম ও মো. রিয়াজুল হকের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের সহায়তায় দু’টি সার্ভিল্যান্স দলের মাধ্যমে সোবহানবাগ, পান্থপথ, গ্রিনরোড, রায়েরবাজার, মিরপুর, মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, পীরেরবাগ, কাজীপাড়ায় অভিযান চালানো হয়।
 
এছাড়াও পীরেরবাগ ও শেওড়াপাড়ায় ওয়াসার দু’টি এটিএম বুথে নোংরা পাত্রে পানি বিক্রি করায় সর্তক করা হয়। এসময় বাণিজ্যিক উদ্দেশে পাত্রে পানি বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
 
এসব এলাকায় মোট ২০টি হোটেল, রেস্তোরাঁ ও টি স্টলে অভিযান চালিয়ে ৩ হাজার ২০০টি নোংরা ও নন ফুড গ্রেড পত্র ধ্বংস করে সার্ভিল্যান্স দল।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সাতজন মাঠ কর্মকর্তা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।