ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে বেশি দামে লবণ বিক্রি করায় আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
গৌরনদীতে বেশি দামে লবণ বিক্রি করায় আটক ২

বরিশাল: নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় বরিশালের গৌরনদী উপজেলা থেকে দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার মাহিলাড়া বাজার থেকে তাদের আটক করা হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে মাহিলাড়া বাজারে লবণ কিনতে গেলে ব্যবসায়ী স্বপন ও সবুজ চোকদার ক্রেতাদের কাছে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দাম দাবি করেন।

এরপর ক্রেতারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ওই দুই ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, এ দুই ব্যবসায়ী বেশি দামে লবণ বিক্রি করে আসছিলো। তাই তাদের আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।