ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পলিথিন ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
বগুড়ায় পলিথিন ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত

বগুড়া: বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারের অনুমোদনহীন পরিবেশদূষণকারী পলিথিন উৎপাদনের দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এত বলা হয়, বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় সরকারি অনুমোদন ব্যাতিত পরিবেশদূষণকারী পলিথিন উৎপাদনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ওসমান পলি প্রিন্টার্সের মালিক ওসমান গনিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন।

অভিযানে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
কেইউএ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।