ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ইসিতে ৩৩৯ জনের নিয়োগপত্র ওয়েবসাইটে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
ইসিতে ৩৩৯ জনের নিয়োগপত্র ওয়েবসাইটে ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) ১২ থেকে ২০তম গ্রেডে চূড়ান্তভাবে নির্বাচিত ৩৩৯ জনের নিয়োগপত্র ওয়েবসাইটে দিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে প্রার্থীদের ডোপ টেস্টের প্রতিবেদন, শারীরিক সুস্থতার প্রমাণপত্র, সদ্য তোলা এক কপি সত্যায়িত ছবি নিয়ে আগামী ১ ডিসেম্বর যোগদানের জন্য বলা হয়েছে।

নির্বাচিতরা www.ecs.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিজের নিয়োগপত্রটি ডাউনলোড করতে পারবেন।

ইসির উপ-সচিব সাবেদ উর রহমানের সই করা ওই নিয়োগপত্র ইতোমধ্যে ডাকযোগেও পাঠানো হয়েছে প্রার্থীদের বর্তমান ঠিকানায়।

কেউ না পেয়ে থাকলে নির্বাচন ভবনে প্রবেশপত্রসহ যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
ইইউডি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।