ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
ফেনীতে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

ফেনী: ফেনী শহরে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

তারা হলেন-ছাগলনাইয়া উপজেলার মোকামিয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে আল আমিন সাগর (২২), একই উপজেলার পূর্ব শিলুয়া গ্রামের মৃত নুর আহম্মদের ছেলে মো. কাহ আলম (৩৫), কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া গ্রামের আবদুল লতিফের ছেলে মো. হুমায়ুন কবীর (২৫), একই গ্রামের আবুল কালামের ছেলে জিয়া উদ্দিন (২৮), একই থানার পাইকোট গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মো. বেলাল হোসেন (৩৫)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) ভোররাতে শহরের সালাহউদ্দিন মোড় সংলগ্ন এলাকায় থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের একটি দল সোমবার রাত আড়াইটার দিকে শহরের সালাহউদ্দিন মোড় এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করে।  

এসময় তাদের কাছ থেকে বাজাজ ১৫০ সিসি ও জারা ১০০ সিসি ব্র্যান্ডের দু’টি নাম্বারবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দুলাল মিয়া বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তের জন্য এসআই মো. সাইফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।