ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধা: পৃথক সড়ক দুর্ঘটনায় গাইবান্ধার পলাশবাড়ীতে নাজিম মিয়া (২০) ও গোবিন্দঞ্জে মোজাম্মেল হোসেন (৬৫) নামে এক দু’জন নিহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে গড়েয়া ব্রিজ ও রংপুর-ঢাকা মহাসড়কের ফাঁসিতলা এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নাজিম মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার বাসুদেবপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে এবং তিনি পেশায় বাসচালকের সহযোগী (হেলপার)।

মোজাম্মেল একই উপজেলার কামারদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা এবং 
তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিক করেন।

তিনি জানান, ঢাকা থেকে গাইবান্ধার দিকে ছেড়ে আসা শিল্পী পরিবহনের একটি বাস সকালে গড়েয়া ব্রিজ এলাকায় পৌঁছালে দরজায় থাকা হেলপার পা পিছলে নিচে পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, জেলার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা এলাকায় সকালে একটি পানের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন কাঠ ব্যবসায়ী মোজাম্মেল। এসময় ঢাকা-রংপুরগামী একটি লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানের দোকানে ঢুকে পড়ে। এতে লড়িচাপা পড়ে ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।