ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানচলাচল শুরু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানচলাচল শুরু

সাভার (ঢাকা): সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে সারাদেশে বেশ কয়েকটি জেলায় যানচলাচল বন্ধ রয়েছে। 

এর জের ধরে সাভারের মহাসড়কগুলোতে সকাল থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকার পর অবশেষে বিকেল থেকে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানচলাচল শুরু হয়।

বুধবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে মহাসড়ক দুইটিতে গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাসসহ সব ধরনের যানচলাচল শুরু হয়েছে।

এদিকে, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কে যাত্রীবাহী বাসসহ গণপরিবহন চলাচল এখনো স্বাভাবিক হয়নি।

ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহকারী দপ্তর সম্পাদক মিনহাজ বাংলানিউজকে বলেন, সড়ক পরিবহনের বর্তমানে যে আইনটি হয়েছে তা সংশোধনের জন্য চালক ও শ্রমিকরা ধর্মঘট ডাকে। তবে আমাদের সংগঠন থেকে ধর্মঘট নিয়ে কাউকে কিছু বলা হয়নি। যাদের ইচ্ছা হবে গাড়ি চালাবে যাদের ইচ্ছা হবে না গাড়ি চালাবে না।

সাভার ট্রাফিক পুলিশের কর্মকর্তা আবুল হোসেন বাংলানিউজকে বলেন, গণপরিবহনের সংখ্যা অন্যদিনের চেয়ে কম। তবে দূরপাল্লার পরিবহন চলাচল করছে। বিকেল থেকে সাভারে সড়কগুলোতে সব ধরনের গাড়ি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।