ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে দুর্গাসাগর দীঘিতে যুবক নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে দুর্গাসাগর দীঘিতে যুবক নিখোঁজ দীঘির পাড়ে উৎসুক জনতা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের দুর্গাসাগর দীঘিতে বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে হৃদয় আহমেদ (২৫) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকার ওই দীঘিতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হৃদয় বরিশালের কাউনিয়া হাউজিং এলাকার শাহ আলমের ছেলে এবং আহসানউল্ল্যাহ ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।

নিখোঁজ হৃদয়ের বন্ধু হৃদয় খান জানান, তারা দু’বন্ধু মিলে তাদের বান্ধবী ও কলেজছাত্রী রাকিনকে নিয়ে দুর্গাসাগর দীঘি এলাকায় ঘুরতে আসেন। এ সময় দীঘিরপাড়ে বসে আড্ডা দিতে দিতে হঠাৎ করেই দীঘিতে সাঁতার কাটার প্রসঙ্গে কথা শুরু হয়।

এ সময় হৃদয় বাজি ধরে যে, সে সাঁতরে দীঘির মাঝখানের টিলায় যাবে আবার সাঁতরে সেখান থেকে ফিরে আসবে। আর এ কাজ করতে পারলে তাকে খাওয়ানো হবে। এরপর জামা-কাপড় পাল্টে হৃদয় দীঘির দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে সাঁতরে যায়। টিলার কাছাকাছি গিয়ে সে আমাদের উদ্দেশ্যে হাতও নাড়ায়।   আর এর কিছুক্ষণ পর তার কোনো খোঁজ না পেয়ে আমরা স্থানীয়দের বিষয়টি জানাই। পরে থানা পুলিশ, দীঘি কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহায়তায় হৃদয়ের সন্ধান চালানো শুরু হয় দীঘিতে।

দীঘির দায়িত্বে থাকা জেলা প্রশাসনের কর্মচারী মো. অলি জানান, হৃদয় তার এক বন্ধু ও এক বান্ধবীকে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘুরতে আসে। বেলা সাড়ে ১১টার দিকে তারা জানায় হৃদয় দীঘিতে সাঁতার কাটতে নামে এবং তাকে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে বিকেল ৪টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ বিন আলম বাংলানিউজকে জানান, ওই যুবকের সন্ধানে দীঘিতে তল্লাশি অভিযান চলছে, তবে এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।