ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাড়িতে মজুদ ৭ হাজার কেজি লবণ, আটক ৪ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
বাড়িতে মজুদ ৭ হাজার কেজি লবণ, আটক ৪ 

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে অবৈধভাবে মজুদ করা সাত হাজার কেজি লবণসহ চার মজুদকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন- শাকিল ইসলাম (১৮), পারভেজ উদ্দিন (২৪), ছালেখ মিয়া (২২) ও হৃদয় ইসলাম (১৯)।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার ধলা বাজারের কাছে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গুজব কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ওই বাড়িতে গুদাম তৈরি করে লবণগুলো মজুদ করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান ওই চারজনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ২০ নভেম্বর, ১৯ 
একে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।