ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
নওগাঁয় হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার

নওগাঁ: নওগাঁয় ইজিবাইক চালক ভজেন্দ্রনাথ দেবনাথ হত্যায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে নওগাঁ সদর থানা চত্বরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিষয়টি জানান।

গ্রেফতার আসামিরা হলেন- জুয়েল (৪৫), সাইফুল ইসলাম (১৯), রতন আলী (১৯), সুরুজ মিয়া (১৮) এবং রশিদ (১৮)।

তারা সবাই সদর থানার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গ্রেফতার আসামিরা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্র। বিভিন্ন সময় রাস্তায় গাড়ি ছিনতাইয়ের কাজ করতো তারা। চলতি মাসের ১৭ নভেম্বর সদরের হাসাইগাড়ি বিল এলাকায় ভজেন্দ্রনাথ নামে একজন ইজিবাইক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে তারা। এরপর ভজেন্দ্রনাথ দেবনাথের বাবা থানায় বাদী হয়ে মামলা করলে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে। ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।