ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালের সুজন হত্যা মামলার আসামি ঢাকায় আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
বরিশালের সুজন হত্যা মামলার আসামি ঢাকায় আটক

বরিশাল: রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে বরিশালের মেহেন্দিগঞ্জ ‍উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সুজন কাজী হত্যা মামলার আসামি জুলহাস প্যাদাকে (২৮) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বুধবার (২১ নভেম্বর) সায়েদাবাদ জনপদ মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা।

র‌্যাব-৮ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলহাস মেহেন্দিগঞ্জ উপজেলার লালমিয়া প্যাদার ছেলে।

২০১৫ সালের ১৮ মার্চ মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সুজন কাজীকে হত্যা করে ঢাকায় আত্মগোপনে যান। গত তিন বছর ধরে ঢাকায় অবস্থান করছিলেন তিনি।  

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, খুন, অস্ত্র, গুরুতর জখম ও চুরির মামলাসহ ছয়টি মামলা রুজু ও তিনটি মামলায় ওয়ারেন্ট জারি করা হয়েছে। তাকে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।