ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

র‌্যাবের অভিযানে জেএমবি সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
র‌্যাবের অভিযানে জেএমবি সদস্য আটক

বরিশাল: ঢাকার কেরানীগঞ্জ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য ইব্রাহিম খলিলকে (৩১) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) র‌্যাব-৮ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার কেরানীগঞ্জ অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য ইব্রাহিম খলিলকে আটক করেছেন র‌্যাব ৮ এর সদস্যরা।

ইব্রাহিম বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা। তিনি দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য।

জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছেন জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য তিনি। ঢাকায় শিক্ষাজীবন শুরুসহ কামিল পর্যন্ত লেখাপড়া করেছেন। ঢাকার একটি মসজিদে ইমামতির মাধ্যমে কর্মজীবন শুরু করেন।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইব্রাহিম র‌্যাবের হাতে আটক হওয়া জেএমবির সক্রিয় সদস্য সুলতান নাসির উদ্দিনের সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রানিত হয়। এরপর দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরগুনাসহ দেশের বিভিন্নস্থানে ভ্রমণ করেন।  

বর্তমানে ইব্রাহিম নিজের পেশার আড়ালে ছদ্মবেশে দেশব্যাপী উগ্রপন্থি কর্মকাণ্ড গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছিলো। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।