ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিএনএস কর্ণফুলী ঘুরে দেখলেন সাধারণ মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
বিএনএস কর্ণফুলী ঘুরে দেখলেন সাধারণ মানুষ

বরিশাল: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস কর্ণফুলী ঘুরে দেখেছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বরিশালের মুক্তিযোদ্ধা পার্কের কাছে কীর্তনখোলা নদীর বিআইডব্লিউটিএ ঘাটে জাহাজটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়।

স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এসময় জাহাজটি ঘুরে দেখেন।

 

এদিকে জাহাজটি দেখতে আসা জনসাধারণকে জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানান নৌবাহিনীর সদস্যরা।

নৌবাহিনীর এ জাহাজ দেখে নিজেদের উচ্ছ্বাসের কথা জানান সাধারণ মানুষ।   

স্কুল শিক্ষার্থী জিয়াউল হক বাংলানিউজকে বলেন, আগের সশস্ত্র বাহিনী দিবসেও নৌবাহিনীর জাহাজ ঘুরে দেখতে এসেছি। যখন জাহাজ ঘুরে দেখি তখন বেশ ভালোই লাগে, নিজেরও ইচ্ছা আছে নৌবাহিনীতে যোগ দেওয়ার।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এমএস/এবি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।