ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিনাটিকিটে ভ্রমণের দায়ে ২৬০ যাত্রীকে জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
বিনাটিকিটে ভ্রমণের দায়ে ২৬০ যাত্রীকে জরিমানা

ঈশ্বরদী (পাবনা): বিনাটিকিটে ট্রেনে ভ্রমণ করার দায়ে পাবনার ঈশ্বরদীতে ২৬০ যাত্রীকে জরিমানা করেছেন পাকশী  বিভাগীয়  রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এ অভিযান চালানো হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ে দপ্তরের ম্যানেজার আহসান উল্লাহ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

       

পাকশী বিভাগীয় রেলওয়ে দপ্তরের ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবুর নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক আব্দুল মাবুদ, ও ভ্রাম্যমাণ টিকিটপরীক্ষক বরকতউল্লাহ আল আমিন, মেহেদী হাসান খান, আকরামুল হকসহ কর্মচারী ও রেলওয়ে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

পাকশী বিভাগীয় রেলওয়ে দপ্তরের ব্যবস্থাপক (ডিআরএম) বাংলানিউজকে জানান, দুইদিন ধরে সড়কপথে ধর্মঘট ও শিক্ষার্থীদের ভর্তিপরীক্ষার কারণে ট্রেনগুলোতে ছিল উপচেপড়া ভিড়। তবে, ট্রেন থেকে ঈশ্বরদী স্টেশনে নামার পর প্রায় যাত্রী ছিল বিনাটিকিটের প্যাসেঞ্জার। পরে ঈশ্বরদীর থেকে বিভিন্ন রুটের ছয় ট্রেনে অভিযান চালিয়ে ২৬০ যাত্রীকে জরিমানা করা হয়।

এ অভিযান চলবে বলেও যোগ করেন ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।