ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে গণপিটুনিতে ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
রায়পুরে গণপিটুনিতে ডাকাত নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিকালে গণপিটুনিতে মো. সোহেল নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ ডাকাত। 

শুক্রবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল চাঁদপুর জেলার হাইমচরের বাসিন্দা।

তার মরদেহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।  

আহতরা হলেন- কাউছার, মমিন, মিরাজ, সুমন ও ইব্রাহীম। তাদের পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে স্থানীয় জব্বার আলী বেপারি বাড়ির প্রবাসী মনিরের বসতঘরে ডাকাতিকালে পরিবারের লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ ডাকাতদের আটক করে গণপিটুনি দেয়। এতে একজন নিহত ও পাঁচ ডাকাত আহত হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ডাকাতিকালে ছয় ডাকাতকে গণপিটুনি দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। অপর আহতদের পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসময় ডাকাতদের কাছ থেকে দু’টি এলজি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।