ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় বয়লার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
কুষ্টিয়ায় বয়লার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় প্লাউড কারখানায় বয়লার বিস্ফোরণে চার শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) ভোরে সদর উপজেলার বারখাদাস্থ উডল্যান্ড প্লাউড প্রসেসিং কোম্পানির এমপিএফ সেকশনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমকিদের নাম জানা যায়নি।

বিস্ফোরণের সময় ওই কোম্পানিতে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাতের শিফটে কাজ চলছিল। তবে কারখানায় কোনো মিডিয়া কর্মীদের প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ।

উডল্যান্ড প্লাউড প্রসেসিং কোম্পানির এডমিন তুহিনুল ইসলাম বাংলানিউজকে জানান, উডল্যান্ড কারখানায় রাতের শিফটে কাজ চলছিলো। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আমাদের শ্রমিকরা আগুন নেভাতে গিয়ে চারজন দগ্ধ হন। রাতেই তাদের ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, ডাস্ট কালেক্টর সেকশন থেকে আগুনের সূত্রপাত হওয়ায় তা নেভাতে আমাদের বেগ পেতে হয়েছে। এ বয়লার বিস্ফোরণ শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড বলে জানানো হচ্ছিলো কোম্পানির পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।