ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৪০০ ভরি স্বর্ণ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৪০০ ভরি স্বর্ণ জব্দ

সাতক্ষীরা: ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থে‌কে চার কেজি ৬৭০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২২ ন‌ভেম্বর) সকালে বিজিবির একটি টহল দল এই সোনা জব্দ করে।

বিজিবির কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার ওলি জানান, বিজিবির এক‌টি দল সীমান্তে টহলে ছিল।

এ সময় একই সড়কে মোটরসাইকেলে দুই ব্যক্তি তাদের সামনে পড়ে। বিজিবিকে দেখে মোটরসাইকেলটি ফেলে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটিতে তাল্লাশি করে চার কেজি ৬৭০ গ্রাম সোনা জব্দ করা হয়। তবে স্বর্ণ পাচারকারীদের গ্রেফতার করতে পারেনি বিজিবি।  

‌বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, এ ব্যাপারে পরে প্রেসব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।